এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়ার মায়া রাখাইনের জমি দখল বসতবাড়িতে অগ্নিকাণ্ড ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে।
শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও কলাপাড়া নাগরিক উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
কলাপাড়া নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন এর উপদেষ্টা নাসির তালুকদারের সভাপতিত্বে ও সদস্য আতাজুল ইসলাম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক লুফ্রু মাস্টার, পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার এর সদস্য মোস্তাফিজুর রহমান মিলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা শাখার সহ সম্পাদক সুভাষ নাগ, পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, ভুক্তভোগী মায়া রাখাইন, তার মেয়ে খ্যালানে রাখাইন, ছাত্র উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক বাবু চামন।
এসময় কলাপাড়া নাগরিক উদ্যোগের আহ্বায়ক এবং বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে তুলাতলী পাড়ার মায়া রাখাইনের জমি দখল বসতবাড়িতে অগ্নিকাণ্ড ও মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি জানান।