তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালী বাউফলের কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আসাদুল হককে (৩৫) মারধর করেছে কিশোর গাংয়ের সংঘবদ্ধ কয়েকজন সদস্য। আজ রবিবার দুপুর দুইটার দিকে বিদ্যালয়ের পাসে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, রোববার সকালে আসাদুলের বড় ভাই মোঃ টিপু (৪০) কনকদিয়া বাজারে গেলে সিজান তাঁকে প্রকাশ্যে লাঞ্ছিত করে। এ বিষয় নিয়ে কালীবাড়ি সড়কে টিপুর ছোট ভাই আসাদুলের সাথে সিজানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরের দিকে সিজান কিশোর গাংয়ের কয়েকজন সদস্যদের সাথে নিয়ে আসাদুলকে এলোপাতড়ি ভাবে মারধর করে
এ বিষয়ে জানতে সিজানের মোবাইল ফোনে কল করলে সাংবাদিক পরিচয় পেয়ে রঙ নম্বর বলে কেটে দেন। এরপর তিনি আর ফোন ধরেননি।
বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।