1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে ১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি জোটনের - দ্বীপকন্ঠ নিউজ ২৪
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন

লালমোহনে ১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি জোটনের

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

২০০৮ সালে মো. জোটন (৪০) এর বিরুদ্ধে ভোলার লালমোহন থানায় চুরির দায়ে একটি মামলা হয়। এরপর থেকেই এলাকা ছেড়ে দেশের বিভিন্নস্থানে পালিয়ে থাকতে শুরু করেন তিনি। এতে করে কেটে গেছে প্রায় ১৪ বছর। তবুও নিজেকে আর রক্ষা করতে পারেননি জোটন। এর মধ্যে ওই চুরির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে বিচারক।

গোপন সংবাদের ভিত্তিতে জোটন নিজ বাড়িতে অবস্থান করছে জানতে পেরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লালমোহন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স। জোটন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার আব্দুল কাদেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. জাহিদ হাসান বলেন, চুরির মামলায় জোটনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে নিজ বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত জোটনকে কারাগারে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন