1. admin@dipkanthonews24.com : admin :
লাহার হাট-ভেদুরিয়া আঞ্চলিক কমিটির সম্পাদক হেলাল উদ্দিন - দ্বীপকন্ঠ নিউজ ২৪
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন

লাহার হাট-ভেদুরিয়া আঞ্চলিক কমিটির সম্পাদক হেলাল উদ্দিন

ইব্রাহিম আকতার আকাশ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৫৬ বার পঠিত

ইব্রাহিম আকতার আকাশ

বরিশালের লাহার হাট ও ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মো. হেলাল উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বিআইডব্লিউটিসি’র ওয়ার্কার্স (রেজিঃ নংবি-১৭০০) ইউনিয়ন আঞ্চলিক শাখা লাহারহাট ফেরিঘাটে ১৫ জনের প্রস্তাবিত কমিটির অনুমোদন আত্মপ্রকাশ হয়। এসময় হেলাল উদ্দিনকে লাহার হাট-ভেদুরিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এসময় দুই ঘাটের কর্মরত বিআইডব্লিউটিসি’র সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ওয়ার্কার্স ইউনিয়ন আঞ্চলিক শাখা লাহারহাট ফেরীঘাটে ইউনিয়ন অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে এ ঘোষণা দেন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাতীয় শ্রমিকলীগের মো. মহসিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. সায়েম মৃধাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে হেলাল উদ্দিনকে লাহারহাট-ভেদুরিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার প্রস্তাব পেশ করা হয়। দীর্ঘ সময় বিবেক বিবেচনা করে তাঁর নাম ঘোষণা করে প্রস্তাবিত কমিটি।
অনুষ্ঠান শেষে তিনি কেন্দ্রীয় কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন