শিশুর জন্মের পরেই জন্মনিবন্ধন নাম্বার দেয়া হবে, সেটাই তার জাতীয় পরিচয় পত্রের নাম্বার মানে এনআইডি কার্ড হিসেবে কাজ কবরে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
শুক্রবার বরিশালে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সাথে মন্ত্রীপরিষদ সচিবের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। সার্কিট হাউজ সম্মেলন এ মতবিনিময় সভার আয়োজন করেন বরিশাল জেলা প্রশাসন। এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটি নাম্বার থাকবে এনআইডি, জন্ম নিবন্ধনের সময় যে নাম্বার থাকবে সেটিই তার এনআইডি হবে এবং এটিই পাসপোর্ট নাম্বার হবে। এটির জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি দুই বছরের মধ্যেই এর সকল প্রক্রিয়া শেষ হবে।
মতবিনিমত সভায় বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।