1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে নতুন ১৩ শিক্ষকের যোগদান - দ্বীপকন্ঠ নিউজ ২৪
সোমবার, ০৫ জুন ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন

লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে নতুন ১৩ শিক্ষকের যোগদান

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বার পঠিত

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে ৪০তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিষয়ের ১৩ জন নতুন শিক্ষক যোগদান করেছেন।

রোববার বিকালে কলেজ অধ্যক্ষের রুমে এসব নবাগত শিক্ষকদের কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে নবাগত এ ১৩ শিক্ষক সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন- সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহীদ উদ্দিন ও কোষাধ্যক্ষ মো. মোস্তফা জামান সোহাগসহ আরো অনেকে।

এদিকে, এই নতুন শিক্ষকদের যোগদানের মধ্য দিয়ে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকাংশে কমবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন