ভোলা বোরহানউদ্দিন উপজেলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ ও ৯ ডিসেম্বর বেগম রোকেযা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আলোচনা সভা ও জয়িতা নারীদের পুরস্কার বিতরন করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি বোরহানউদ্দিন শাহাবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো: নাছির, বোরহানদ্দিন মহিলা কলেজের উপাধাক্ষ্যসহ উপজেলার জয়ীতা নারীগন ও উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তাগন। বক্তারা নারী নির্যাতন বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে মাহিয়সী নারী বেগম রোকেয়ার অবদানের বিভিন্নদিক তুলে ধরে আলোচনা করেন।
আলোচনা শেষে প্রাধান অতিথি ও সভাপতি উপজেলার ৫ জন জয়ীতা নারীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।
উক্ত অষ্ঠানটি বাস্তবায়ন ও সঞ্চালন করেন বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিউটিশিয়ান ট্রেইনার শিরিন শবনম।