ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার অবৈধ জাল ও ২ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে মৎস্যবিভাগ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল ও নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল চৌকিঘাট এলাকায় মেঘনার পাড়ে আগুনে ভস্মীভূত করা হয়। এছাড়া অভিযানে আটক ২ জেলেকে অর্থদন্ড করা হয়েছে। জব্দকৃত নৌকা নিলামে বিক্রি করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন বলেন, মেঘনা নদীতে অসাধু জেলেরা অবৈধ জাল দিয়ে জাটকাসহ নানা প্রকার মাছের রেণু ধ্বংস করছে এমন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল , ২ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। জাটকা রক্ষায় মৎস্যবিভাগের এধরনের অভিযান অব্যাহত থাকবে।