ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। আমরা মরদেহটি উদ্ধার করেছি। যুবকের বয়স আনুমানিক প্রায় ৩৫ বছর হতে পারে। তার পরিচয় খোঁজা হচ্ছে।