কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত, এবং তার সাথে থাকা বেয়াই গুরুতর আহত হয়েছেন।
উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের গিয়াস উদ্দিন’র ছেলে আবু সাঈদ (১৭) নিহত ও তার বড় ভাইয়ের শালা ও ফরিদ উদ্দীনের ছেলে জুনায়েদ (১১) আহত হন।
কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের রজপাড়া নামক স্থানে রশিদ সিকদারের বাড়ির সামনে শুক্রবার সন্ধ্যা ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জুনায়েদ কে বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গেছে, নিহত ওমর ফারুক মাদ্রাসার ছাত্র আবু সাঈদ তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বিয়াই কে নিয়ে ঘুরতে আসে বাড়ি ফেরার পথে মহাসড়কের পাশে আইনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থানে সে নিহত হয়।
কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।