কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মাদ্রাসার ছাত্র কোরআনের পাখি জুনায়েদ মারা গেছেন।
রোববার ভোর ৪ টায় ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জুনায়েদ।
উল্লেখ্য, শুক্রবার (২৩ ডিসেম্বর) মাদ্রাসার ছাত্র আবু সাঈদ (১৭) তার বড় ভাইয়ের মোটরসাইকেলে বিয়াই জুনায়েদ (১১) কে নিয়ে ঘুরতে আসে। পরে বাড়ি ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে ঢাকাগামী মহাসড়কের রজপাড়া সিকদারবাড়ি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান মাদ্রাসা ছাত্র আবু সাঈদ। গুরুতর আহত হয় বাইকে থাকা তার বেয়াই জুনায়েদ। স্থানীয়রা দুজনকেই কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা, এবং অচেতন জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করে। ওখান থেকে ঢাকায় নেওয়া হয়। রোববার ভোর ৪ টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জুনায়েদ। নিহত দুজনের বাড়ি উপজেলার ধানখালী ইউনিয়নে।
তাদের মৃত্যুতে নিহত পরিবার, এলাকা, মাদ্রাসার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম।