ভোলার মেঘনা নদীতে দুইটি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষে এসভি সাগর নন্দনি-২ নামে একটি জাহাজের তলা ফেটে অর্ধ-নিমজ্জিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোস্টগার্ড ওই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে। জাহাজটির তলা ফেটে যাওয়ার ফলে মেঘনা নদীতে ডিজেল ছড়াচ্ছে।
রোববার (২৫ ডিসেম্বর) ভোররাতে মেঘনার কাঠির মাথা নামক জায়গায় এ ঘটনা ঘটে। ইলিশা নৌ-থানার ইনচার্জ মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাজের স্টাফরা দাবি করেন, জাহাজে প্রায় নয় কোটি টাকার তেল ছিল। তারা অভিযোগ করেন, জাহাজটি যখন ডুবছিল তখন আশপাশের কিছু জেলে এসে তেল সংগ্রহ করে নিয়ে যায়।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, দুর্ঘটনা কবলিত জাহাজটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রোববার ভোররাতে মেঘনা নদীর কাঠির মাথা নামক জায়গায় নোঙর করা আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত নদীতে ঘন কুয়াশা থাকার কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ঢাকাগামী জাহাজটির তলা ফেটে যায়। জাহাজটিতে থাকা ১১ লাখ লিটার ডিজেল রয়েছে। যা মেঘনা নদীতে ছড়াচ্ছে। খবর পেয়ে কোস্টগার্ড দুর্ঘটনা কবলিত জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে এসেছে।
মো. আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্টগার্ড ডিজেল অপসারণের চেষ্টা করছে। দুর্ঘটনা কবলিত স্থানটিতে নৌ-পুলিশের কাজ চলমান রয়েছে।