1. admin@dipkanthonews24.com : admin :
সরকারি কর্মকর্তাদের স্মাট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে-জেলা প্রশাসক - দ্বীপকন্ঠ নিউজ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফল-দুমকি মহাসড়কে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবরোধে আহত ২৫জন দুমকিতে ছাত্র বিক্ষোভে উত্তাল সরকারি জনতা কলেজ ও পবিপ্রবি ক্যাম্পাস লালমোহনে জমি নিয়ে মারামারির একদিন পর হার্ট এ্যাটাকে বৃদ্ধের মৃত্যু বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা সকলকে নিয়ে স্মার্ট শহর গড়ে তোলা হবে – এমপি শাওন লালমোহন পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডে আলোচনায় জসিম উদ্দিন ইকবাল লালমোহনে কোস্ট ফাউন্ডেশনের প্রজেক্ট লার্নিং শেয়ারিং সভা বাউফলে পানি নিস্কাশনের অভাবে ৮ শত হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্থ কলাপাড়ায় দালালদের দাপটে অসহায় রোগী, ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকদের সতর্ক লালমোহনে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া মোনাজাত

সরকারি কর্মকর্তাদের স্মাট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে-জেলা প্রশাসক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

সদ্যযোগদানকারী বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মাট বাংলাদেশ বাস্তবায়ন করতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কঠোর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, যেভাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে, সেই একইভাবে সর্বপ্রথম সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতার মাধ্যমে স্মাট বাংলাদেশের সফলতা আনতে হবে। মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে অনেক সরকার এসেছে কিন্তু কেউ দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর ভাগ্যোন্নয়নে পদ্মা সেতু নির্মানের কথা ঘুনে অক্ষরেও বলেননি। সেখানে দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মান, পায়রা গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুত কেন্দ্র নির্মানসহ ঢাকা থেকে ফেরী বিহীন দেশের সর্বদক্ষিণের পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত সহজ যোগাযোগের ব্যবস্থা করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন বাঙালি জাঁতি কারো কাছে মাথা নতো করেন না।

গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দীন প্রমুখ। সভার শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও বিজয় দিবসের শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!