ইব্রাহিম আকতার আকাশ
ভোলায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দ্বীপ জেলা ভোলা থেকে প্রকাশিত স্বাধীন ভোলা নিউজ ২৪ ডটকম এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাধীন ভোলা নিউজ ২৪ ডটকম ১ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে পোর্টালটির নিজস্ব কার্যালয় শহরের পৌর কাঁঠালি ৮ নম্বর ওয়ার্ডে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাধীন ভোলা নিউজ ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মো. রাকিবুল ইসলাম রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পোর্টালটির নির্বাহী ও বার্তা সম্পাদক ইব্রাহিম আকতার আকাশ, ভোরের দর্পনের জেলা প্রতিনিধি নিয়াজ মাহমুদ জয়, ৭১ পোষ্টের জেলা প্রতিনিধি মো. সবুজ, স্বদেশ বিচিত্রা’র স্টাফ রিপোর্টার ইব্রাহিম সোহেল, ডেইলি ট্রাইবুন্যাল এর ভোলা প্রতিনিধি আমির হামজা, বার্তা বাজারের জেলা প্রতিনিধি অনন্ত হাসান মাসুদ, এটিএন বাংলা টিভির ক্যামেরা পার্সন আশিকুর রায় ও তরুণ উদ্দোক্তা মো. মনিরুল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সাংবাদিকরা বলেন, “স্বাধীন ভোলা নিউজ ২৪ ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দ্বীপ জেলা ভোলায় জনপ্রিয় অনলাইন পোর্টাল হিসেবে পরিচিতি পেয়েছে এবং পাঠকদের মনে স্থান করে নিয়েছে।”
এই গণমাধ্যম আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করে পোর্টালটির সম্পাদক ও প্রকাশক মো. রাকিবুল ইসলাম রুবেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।