1. admin@dipkanthonews24.com : admin :
পাথরঘাটায় স্বামীর পরকীয়া সইতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

পাথরঘাটায় স্বামীর পরকীয়া সইতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

মাহমুদুর রহমান রনি,পাথরঘাটা
  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি,পাথরঘাটা

বরগুনার পাথরঘাটায় স্বামীর পরকীয়ার সইতে না পেরে বাগানের আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে সাবিনা (২৮) নামে দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ শাহ আলম হাওলাদার।
সাবিনা নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা ৪ নম্বর ওয়ার্ডের কামাল ফরাজির মেয়ে এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের স্ত্রী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে ফজরের নামাজ পড়ে স্বামীর বাড়ির পিছনের দিকে যায় সাবিনা। এরপর বাগানের আম গাছের সাথে গরুর রশি দিয়ে ঝুলে থাকতে দেখে পাথরঘাটা থানা পুলিশকে খবর দেয় তারা।
সাবিনা’র মা মিনারা বেগম অভিযোগ করে বলেন, সাবিনার স্বামী সিদ্দিক তার বড় ভাইয়ের স্ত্রী পলি’র সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিল। এ বিষয় নিয়ে বেশ কয়েকবার শালিশ বৈঠক হয়েছে। এরপরও সিদ্দিককে ফিরানো যায়নি। এছাড়াও সিদ্দিকের মা বিভিন্ন সময় সাবিনাকে নির্যাতন করতো।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে ঐ বাড়ির সবাই পালাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!