1. admin@dipkanthonews24.com : admin :
বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল - দ্বীপকন্ঠ নিউজ ২৪
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:৪১ অপরাহ্ন

বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৬৯ বার পঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বরিশালে তথ্যের গড়মিল থাকায় তৃতীয় শ্রেণির ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিইটি) মনদীপ ঘরাই।

তিনি বলেন, তৃতীয় শ্রেণিতে একাধিক জন্মনিবন্ধন ব্যবহার করায় প্রথম পর্যায়ে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।

এছাড়া ভর্তিতে জন্মনিবন্ধন একের অধিক তৈরি করে একাধিক নাম ব্যবহার করে তথ্য গড়মিল করেছে তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫১ জন, সরকারি জিলা স্কুল থেকে ৫২, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে চার জন, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের চার জন ও সরকারি শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়ে চার জনসহ মোট ১৩২ জনের ভর্তি বাতিল করা হয়েছে। এখনও বাতিল প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন বলেন, তথ্য পরিবর্তন করে একাধিক আবেদন করায় ডিজিটাল লটারিতে সেই ভর্তিগুলো বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন