মোঃ সানাউল্ল্যাহ, বরগুনা
বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রার্থী চুড়ান্ত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ০৯ ডিসেম্বর ২০২২ তারিখ ডিজির প্রতিনিধি হিসাবে মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু নিয়োগ পরীক্ষা গ্রহণের পূর্বেই উপাধ্যক্ষ পদে অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, অফিস সহকারী কাম-হিসাব সহকারী পদে ইমরান বিশ্বাস, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে বেতাগী পৌরসভার মেয়রের আত্মীয় মোঃ বশির, নিরাপত্তা কর্মী পদে মোঃ নাজমুল ও আয়া পদে লাইজুকে নির্বাচনের খবর এলাকার সবার মুখে মুখে। নিয়োগ দেয়া হবে বলেও জানান এলাকার লোকজন। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন- নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হবে। পরীক্ষার আগে কোন প্রার্থী চূড়ান্ত করা হয়নি। আগামী ০৭ জানুয়ারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আবেদনকারীদের মধ্যে একজন সাংবাদিককে জানান, প্রশ্ন ইতিমধ্যে চূড়ান্ত করা প্রার্থীদের নিকট ফাস করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও ডিজির প্রতিনিধির সাথে একাধিকাবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।