পটুয়াখালীর বাউফলে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এমপি। শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন চত্বরে ১ হাজার দুস্থ মানুষের মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মোসারেফ হোসেন খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ রায়হান সাকিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মোঃ ইব্রাহিম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বা”চু প্রমূখ।