তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীর রায় সাহেব পয়েন্টে একটি ট্রলার থেকে ৬০০ কেজি ঝাটকা ইলিশ ও ৮ জেলেকে আটক করেছে মৎস্য অফিস ও নৌ পুলিশের যৌথ টিম। কালাইয়া নৌ পুলিশ ইনচার্জ লুৎফর রহমান জানান, শনিবার রাতে অবৈধ জাল ও ঝাটকা বিরোধী অভিযানে নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ টিম তেতুলিয়া নদীতে অবস্থানের সময় টলারটি তল্লাশি করে ঝাটকা মাছ ও মোঃ জাফর (৩০), জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮), রাজু গাজী (২০), মোঃ মহাসিন (১৮), মো. পারভেজ (১৮), মো. শামীম (১৮) ও মো. বাসেদ (৫৫)আটক করা হয়। আটককৃত সকলেই ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা। রোববার সকালে তাদেরকে কালাইয়া ফাড়িতে নিয়ে আসা হয় এবং দুপুর ১২টায় ফাড়ির সামনে ভ্রমনকারী আদালতের ম্যাজিস্ট্রেট বায়জেদুর রহমান আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ওই সময় জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও গরীবের মধ্যে বিতরণ করা হয়।