ভোলার মনপুরা উপজেলার ২ নং হাজিরহাট ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ রাজিব সভাপতি, মোঃ আবির হোসন আরিফ সাধারন সম্পাদক ও মোঃ মারুফ হোসেন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শামসুদ্দিন সাগর ও সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজী।
এর আগে সোমবার সন্ধ্যা ৬ টায় ২ নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষ্যে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে ৬ জন, সম্পাদক পদে ৯ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন পদপ্রত্যাশি প্রতিদ্ব›িদ্বতা করে। পরে প্রত্যেক প্রার্থীর সিভি পর্যালোচনা করে এক বছরের জন্য ওই কমিটি অনুমোদন দেওয়া হয় বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগর।