তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলে প্রায়ত বীর উত্তম সামসুল আলম তালুকদার পরিবারের পক্ষ থেকে ৭ হাজার গরিব- দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় বাউফলের বগা বন্দর এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। বীর উত্তম শামসুল আলম তালুকদারের পুত্র ও এভিআর বাংলাদেশ গ্রপের চেয়ারম্যান হাসিবুল আলম তালুকদার এই কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন।
তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে আরও কয়েক হাজার কম্বল বিতরণ করা হবে।