1. admin@dipkanthonews24.com : admin :
ভোলায় অনলাইন নারী উদ্যোক্তা মেলা শুরু - দ্বীপকন্ঠ নিউজ ২৪
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালমোহনে এক সঙ্গে ‘এক মিনিট ধরে ঘন্টাধ্বনী’ আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান সৈয়দ নাসির উদ্দিন লালমোহনে ৪ তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি শাওন মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি ও জনবলের সংকটে স্বাস্থ্যসেবা . ৬৭পদ দীর্ঘদিন শূন্য লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু মানুষের বহুমুখী উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়ন হয়েছে-এমপি শাওন পটুয়াখালীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ ও ৬০ হাজার টাকা উদ্ধার আটক-০২ লালমোহনে বাদী হয়ে অভিযোগ করতে এসে আসামী হয়ে কারাগারে ঠিকাদার শাহাবুদ্দিন বাংলাদেশের যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে-এমপি শাওন তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই – এমপি শাওন

ভোলায় অনলাইন নারী উদ্যোক্তা মেলা শুরু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৬ বার পঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় শুরু হয়েছে অনলাইন নারী উদ্যোক্তা মেলা। শনিবার (২১ জানুয়ারি) সকালে এ মেলার উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

শহরের চিলি চাইনিস রেস্টুরেন্টে এ মেলার আয়োজন করে ‘ভোলা ওয়ামেনস ই-কমাস প্লাটফর্ম’ নামের একটি নারী উদ্যোক্তা সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, বাংলাদেশ আবৃত্তি সংসদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক সামস উল আলম মিঠু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির, আজকের পত্রিকা প্রতিনিধি শিমূল চৌধূরী প্রমুখ।

মেলায় থ্রিপিস, ফ্যাশন, ফাস্টফুড, রকমারি ডিজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেকসহ বিভিন্ন পণ্যের ১৬টি স্টল বসছে। মেলার প্রথম দিন দেখা গেছে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

কয়েকজন দর্শনার্থী জানালেন, এ মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে আমরা উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখছি।  চাঁদেরহাট বস্ত্র মেলার উদ্যোক্তা মুজিয়া রহমান পূর্ণ বলেন, ভোলার নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা অনলাইন ব্যবসা এগিয়েছে।

অনলাইন ব্যবসায় ঝুকে পড়ছে নারীরা। এতে একদিকে যেমন তারা আত্মনির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হয়ে উঠছেন। পরিবারের কাজে ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন।

আরেক উদ্যোক্তা সুলতানা তাজিন বলেন, আমি ৫ হাজার টাকা দিয়ে প্রথম জুয়েলারি ব্যবসা শুরু করেছিলাম। দুই বছরে এখন আমার পুঁজি ৩ লাখ টাকার ওপরে। আমাকে দেখে এখন অন্যরাও ঝুঁকে পড়েছেন এ ব্যবসায়।

অনলাইন ওয়াম্যানস ই-কমার্স প্লাটফমের সভাপতি এসবি বিথি বলেন, আমাদের ভোলার নারীরা অনলাইন ব্যবসায় ঝুঁকে পড়েছেন। এর সংখ্যা দিন দিন বাড়ছে। নারীরা উৎসাহিত হচ্ছেন, বর্তমানে দুই শতাধিক নারী এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। যাদের বেশিরভাগ নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত।

নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী বলেন, ২৪ হাজার টাকা নিয়ে প্রথম ব্যবসা শুরু করি এখন আমার পুঁজি ২০ লাখ টাকা। আমার ফ্যাশন হাউজে কর্মসংস্থান হয়েছে আরও ৪ নারীর।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, নারীদের এমন উদ্যোগ সত্যিই অনেক প্রশংনীয়। পাশাপাশি তাদের পেইজের নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে। তারা যাতে কোনো রকম প্রতারিত না হয়, সে জন্য পুলিশ তাদের সার্বিক সহযোগীতা করবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!