ঐক্য কর্ম শৃঙ্খলা এই স্লোগানে গ্রামীণ ব্যাংক, ভোলার লালমোহন এরিয়ার বিভিন্ন শাখার উদ্যোগে অসহায় শীতার্ত সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় গ্রামীণ ব্যাংক লালমোহন শাখায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
এরিয়া ম্যানেজার এস.এম. কবির হোসেনের সভাপতিত্বে ও লালমোহন শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা যোনের যোনাল ম্যানেজার এস,জি,এম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা যোনের যোনাল অডিট অফিসার মোঃ জাকির হোসেন।
অনান্যদের মধ্যে লালমোহন এরিয়ার প্রোগ্রাম অফিসার সজল চন্দ্র দাস, ফরাজগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, লালমোহন শাখার সেকেন্ড ম্যানেজার মোঃ আইয়ুব আলী, কালমা শাখার সেকেন্ড ম্যানেজার রমেন চন্দ্র ঘরামীসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।