শাহাবুদ্দিন হাওলাদার ,চরফ্যাশন
ভোলার চরফ্যাশন উপজেলায় সরিষা খেত থেকে সেই বৃদ্ধার লাশ উদ্ধারের চারদিন অতিবাহিত হলেও পরিচয় মেলেনি এখোনও। গত ২৪ জানুয়ারি উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের উত্তর চরমানিকা গ্রামে অজ্ঞাত আনুমানিক ৭৫ বছর বয়সের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে লাশের কোনো পরিচয় না পাওয়ার কারণে বুধবার (২৫ জানুয়ারি) লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
দক্ষিণ আইচা থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তারা লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। লাশ উদ্ধারের চারদিন অতিবাহিত হলেও ওই লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরোও জানান, দেশের প্রতিটি থানায় লাশের ছবি পাঠানো হয়েছে। এবং বিভিন্ন থানায় দায়ের হওয়া নিখোঁজ জিডি পর্যালোচনা করেও লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে।