1. admin@dipkanthonews24.com : admin :
একুশে বইমেলায় আসছে সাংবাদিক নুরুল আমিনের প্রবন্ধ বই ভাগ্য রিমান্ডে - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা সোনার বাংলা গড়লেই গণহত্যায় শহীদদের প্রতি চিরন্তন শ্রদ্ধা জানানো হবে: রাষ্ট্রপতি চরফ্যাশনে বিদ্যুৎপৃষ্টে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে কাজ করছেন-এমপি শাওন বাউফল ইন্দ্রকুল মাধ্যামিক বিদ্যালয়ে ২ শিক্ষার্থী নিহত মামলায় গ্রপ্তার-২ দক্ষ মানবসম্পদ গড়তে ও নারী উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই – এমপি শাওন শেখ হাসিনার কারণে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে-এমপি শাওন বোরহানগঞ্জ ব্র্যাক শিশু নিকেতন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুস্কার বিতরন লালমোহনে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায়ও নতুন প্রধান শিক্ষককে বরন অনুষ্ঠান লালমোহনে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেফতার

একুশে বইমেলায় আসছে সাংবাদিক নুরুল আমিনের প্রবন্ধ বই ভাগ্য রিমান্ডে

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৮ বার পঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

২০২৩ সালের অমর একুশে বইমেলায় প্রথিতযশা লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি ও প্রাবন্ধিক মো. নুরুল আমিনের লেখা প্রবন্ধের বই ‘ভাগ্য রিমান্ডে’ প্রকাশ হচ্ছে। বইটি প্রকাশ করছে বাডস প্রকাশনা। প্রচ্ছদ এঁকেছেন মুহাম্মদ ইউছুফ। ছয় ফর্মার বইটির মূল্য ৩৬০ টাকা। ভাগ্য রিমান্ডে বইটিতে মানব জীবনের বিচিত্র ধারার অন্তরালে লুকায়িত মধুর ও বিষাদের করুণ মর্মকথা বিধৃত হয়েছে।

মো. নুরুল আমিন প্রথিতযশা একজন সাহিত্যিক। তিনি একাধারে লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক কর্মী। তিনি অসাধারণ প্রতিভার একজন আলোকিত মানুষ ও নিবেদিত প্রাণের একজন কলম সৈনিক। তার রয়েছে বহুমুখী প্রতিভা। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার হাত রয়েছে। তিনি লালমোহন প্রেসক্লাবের সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক।
তিনি ১৯৭৬ সালের ১ এপ্রিল লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড, বালুরচর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত তোফায়েল আহাম্মদ ও মাতা মৃত আম্বিয়া খাতুন অত্যন্ত ধার্মিক ও ভালো মানুষ ছিলেন। তিনি ১৯৯৩ সালে মানবিক শাখায় লালমোহন হাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৫ সালে সরকারি শাহবাজপুর কলেজ থেকে এইচএসসিতে এক বিষয়ে লেটার পেয়ে প্রথম বিভাগে পাস করেন।

ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করেন। আবৃত্তি ও অভিনয় করতেন। তার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার নাট্যমীর পরিবেশনায় তার রচিত অনেক নাটক মঞ্চায়ন হয়েছে। সাহিত্য চর্চায় তার দক্ষতা, আন্তরিকতা ও পরিপক্বতা প্রশংসনীয়। তিনি জীবনের অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই ও প্রতিকূলতার মধ্যেও লেখালেখি অব্যাহত রেখেছেন। তিনি নিবিড় মনে সাহিত্যচর্চা করেন। ‘ভাগ্য রিমান্ডে’ বই তার ষষ্ঠ প্রকাশনা। এর আগে তার লেখা প্রবন্ধ ও গল্পের বই- জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে, কবিতার বই ‘ভালবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে ও নাটক- ভাষা আন্দোলন প্রকাশিত হয়েছে। তিনি পাঠক মহলে সমাদৃত।
তিনি সমাজ হিতৈষী ও মানবতাবাদী একজন লেখক। তিনি তার লেখায় প্রাণময় তুলির টানে প্রেম-প্রকৃতি, বিরহ-যন্ত্রনা, জীবন-জীবিকা, সমাজ-সংস্কৃতি, পরিবেশ, দর্শন, শিক্ষা, সভ্যতা, ইতিহাস-ঐতিহ্য ও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সমাজে বিরাজমান নানা রকম সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও অসঙ্গতির চিত্র তুলে ধরার চেষ্টা করছেন এবং এসবের প্রতিকার কামনা করেছেন।

লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও কবি নুরুল আমিন বলেন, সুস্থ-সুন্দর সমাজ প্রতিষ্ঠা ও পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমাদের জীবনধারা উন্নয়নের যে স্বপ্ন দেখছি, তা ডানা মেলে আপনাদের হৃদয়ে জেগে উঠবে এই প্রয়াসে এই আয়োজন। আমার এই লেখা কারো মনের মাধুরীতে এতটুকু সাড়া জাগাতে পারলে আমার শ্রম সার্থক হবে।

সাহিত্য জগতে দিগন্ত জয়ের চিরস্বপ্ন বুকে নিয়ে তিনি নিবেদিত প্রাণে কাজ করছেন। তিনি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর