পটুয়াখালীতে গরীব ও অসহায়দের দুপুরের খাবার ফ্রি খায়ানোর জন্য ব্যক্তি উদ্যোগে গরীবের হোটেল চালু করেছেন সদর উপজেলার হেতালিয়া বাধঘাট এলাকার আকন এন্টারপ্রাইজ এর মালিক ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ আল ইমরান আকন।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজ সংলগ্ন ঝাউতলায় এ গরীবের হোটেল চালু করা হয়। গরীব, অসহায়, ভিক্ষুক, রিক্সা চালক ও অটো চালকরা দুপুরে গরীবের হোটেলে দুপুরে ফ্রি খাবার খেয়েছেন। মাসে চার দিন এ হোটেলে দুপুরে ফ্রি খাবার খায়ানো হবে।
দুপুরের ডিম দিয়ে ভুনা খিচুরী ফ্রিতে খেতে পেরে খুশি শ্রমজীবী গরীব অসহায় মানুষ। তারা উদ্দ্যোক্তার জন্য দোয়া করেন।
এবিষয়ে গরীবের হোটেলের পরিচালক মোঃ আল ইমরান আকন জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেনীর গরীব অহসায় মানুষ দুপুরে ভাত খাওয়ার জন্য আকুতি করে। তাই তার মনে এ চিন্তাটা আসে যে দুপুরের যদি কিছু অসহায় মানুষদের ফ্রি খাবার খাওয়াতে পারি তাহলে ক্ষতি কি। বার মাস তার এ হোটেল চালু থাকবে। সে সমাজের বিত্তবানদের গরীবদের পাশে দাড়ানোর আহবান জানান।