উপকূলীয় অঞ্চলের আকর্ষণীয় পর্যটন এলাকাগুলোর কথা বলতে গেলে প্রথমেই পাথরঘাটার হরিণঘাটা, লালদিয়া বন, নীলিমা পয়েন্ট, বিহাঙ্গ দ্বীপ, টুলু পয়েন্ট কথা চলে আসে। পাথরঘাটা প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রকৃতিপ্রেমী মানুষেরা বারবার ছুটে আসে।বঙ্গোপসাগরের কোলঘেঁষা ৩৮৭.৩৬ বর্গ কিলোমিটারের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাথরঘাটায় ঘুরতে আসা পর্যটকদের বিদায় বেলা ভ্রমণকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বরের প্রধান গেটে “আই লাভ পাথরঘাটা” পয়েন্ট করা হয়ছে। দিনশেষে রাতের বেলা শত শত মানুষের ভিড় জমে যায় সেলফি তোলার জন্য। পাথরঘাটায় ঘুরতে আসা অনেক পর্যটক দাঁড়িয়ে থেকে তাদের ভ্রমণকে স্মরণীয় করে রাখতে একটি সেলফি তুলে যায়। সেলফি তুলতে আসা দর্শকরা বলেন ‘ পাথরঘাটা সৌন্দর্য তাদেরকে মোহিত করলেও ‘আই লাভ পাথরঘাটা’ পয়েন্ট অন্যতম ।
পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল বলেন, প্রতিদিন রাতে বাসায় যাওয়ার সময় এটি আমার চোখে পড়ে। এক কথায় পাথরঘাটাকে সকলের সামনে তুলে ধরা ও পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন, প্রতি বছর অনেক পর্যটকদের সমাগম ঘটে পাথরঘাটায় তাদের কাছে পাথরঘাটার প্রাকৃতিক সৌন্দর্যকে কাছে তুলে ধরতেই ‘আই লাভ পাথরঘাটা’ পয়েন্ট। ‘আই লাভ পাথরঘাটা, লাল ও নিল দিয়ে লেখাটি পাথরঘাটা বসবাসকারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।পাথরঘাটা সন্তানদের জন্য এটি গর্বের। পর্যটকের আকর্ষণীয় পয়েন্ট হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবে এই পয়েন্ট।