1. admin@dipkanthonews24.com : admin :
কলাপাড়ায় শিক্ষককে পোশাক নিয়ে অপমান করায় সভাপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা সোনার বাংলা গড়লেই গণহত্যায় শহীদদের প্রতি চিরন্তন শ্রদ্ধা জানানো হবে: রাষ্ট্রপতি চরফ্যাশনে বিদ্যুৎপৃষ্টে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে কাজ করছেন-এমপি শাওন বাউফল ইন্দ্রকুল মাধ্যামিক বিদ্যালয়ে ২ শিক্ষার্থী নিহত মামলায় গ্রপ্তার-২ দক্ষ মানবসম্পদ গড়তে ও নারী উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই – এমপি শাওন শেখ হাসিনার কারণে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে-এমপি শাওন বোরহানগঞ্জ ব্র্যাক শিশু নিকেতন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুস্কার বিতরন লালমোহনে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায়ও নতুন প্রধান শিক্ষককে বরন অনুষ্ঠান লালমোহনে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেফতার

কলাপাড়ায় শিক্ষককে পোশাক নিয়ে অপমান করায় সভাপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২ বার পঠিত
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
কলাপাড়ায় মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাত্রকে বিদ্যালয়ে পাঞ্জাবী এবং টুপি পড়ে আসতে নিষেধ করায় শতশত শিক্ষার্থীরা সোমবার দুপুর ১২ টার দিকে সভাপতির পদত্যাগ দাবী করে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছে। পরে সভাপতি পদত্যাগের ঘোষনা  দিতে বাধ্য হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সভপতির পদত্যাগের ঘোষনায় পরিস্থিতি শান্ত হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর ম্যানেজার একই স্কুলের  শিক্ষক মো.মজিবর রহমান এবং দশম শেনীর ছাত্র মো.পাভেল কে স্কুলে পাঞ্জাবী এবং টুপির পরিবর্তে স্কুৃল ড্রেস পড়ে আসতে বলেন। বিষয়টি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে দ্রুত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবারের পর সোমবার স্কুল খুললে শতশত শিক্ষার্থীরা টুপি পরিধান করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলমকে নাস্তিক আখ্যা দিয়ে  তার পদত্যাগ দাবী করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। বিষয়টি অভিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। ধীরে ধীরে পরিস্থিতি  খারাপের দিকে গেলে সভাপতিকে  পদত্যাগে বাধ্য করা হয় । পরে সভাপতি পদত্যাগের ঘোষনা দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম মিয়াকে তার মুঠো ফোনে বার বার কল করলেও তিনি তা রিসিফ করেননি। তবে স্কুলের শিক্ষক মো.নাসির উদ্দিন জানান, সভাপতির উক্তিটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সভাপতি পদত্যাগ করলে শান্ত হয় শিক্ষার্থীরা।
শিক্ষক মজিবর রহমান জানান, পাঞ্জাবী ,টুপি আমার সব সময়ের পোশাক। কিছু শিক্ষার্থীরাও তা পড়ে আসে । এ নিয়ে সভাপতির মন্তব্য মেনে নেয়নি শিক্ষার্থীরা । পরে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্কুল ম্যানজিং কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম জানান, তাদের স্কুল ইউনিফর্ম পড়ে আসার কথা বলা হয়েছে , এখানে কারো টুপি নিয়ে কথা বলা হয়নি। বিষয়টিকে একটি মহল ভিন্নখাতে নেয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের এমন ঘটনার উস্কানী দেয়া হয়েছে ষ। পরে স্বোচ্ছায় তিনি পদত্যাগের ঘোষনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর