ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চর কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গাজী ওই এলাকার মো. নূর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে গাজী তার বসতঘরে মোটর পাম্পের সাহায্যে পানি তুলছিলেন। ওই সময় হঠাৎ অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে পরিবারের সদস্যরা গাজীকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুরের দিকে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কারো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।