1. admin@dipkanthonews24.com : admin :
থানার ব্যারাকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা সোনার বাংলা গড়লেই গণহত্যায় শহীদদের প্রতি চিরন্তন শ্রদ্ধা জানানো হবে: রাষ্ট্রপতি চরফ্যাশনে বিদ্যুৎপৃষ্টে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে কাজ করছেন-এমপি শাওন বাউফল ইন্দ্রকুল মাধ্যামিক বিদ্যালয়ে ২ শিক্ষার্থী নিহত মামলায় গ্রপ্তার-২ দক্ষ মানবসম্পদ গড়তে ও নারী উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই – এমপি শাওন শেখ হাসিনার কারণে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে-এমপি শাওন বোরহানগঞ্জ ব্র্যাক শিশু নিকেতন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুস্কার বিতরন লালমোহনে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায়ও নতুন প্রধান শিক্ষককে বরন অনুষ্ঠান লালমোহনে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেফতার

থানার ব্যারাকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ

দ্বীপকন্ঠ নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪ বার পঠিত

ময়মনসিংহের ভালুকা মডেল থানা ব্যারাকের দোতলা থেকে হুমায়ুন কবির (৪০) নামে এক এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিলিং ফ্যান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত এসআই হুমায়ুন কবির টাঙ্গাইল জেলার মধুপূর উপজেলার মালউড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় হুমায়ুন কবিরের অন্যান্য সহকর্মীরা ডিউটিতে ছিলেন। তিনি রুমের দরজা-জানালা খোলা অবস্থায় নিজের বিছানার ওপরের সিলিং ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার কিছুক্ষণ পর তার অপর এক সহকর্মী গিয়ে দেখেন তিনি গলায় ফাঁসি দিয়ে ঝুলছেন। সহকর্মীর চিৎকারে থানার ভিতরে অবস্থানরত অন্যান্য পুলিশ সদস্যরা দোতলায় ছুটে যান।

পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু রায়হান ও ডিবির ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হুমায়ুন কবির ২০০০ সালে কনস্টেবল পদে পুলিশে যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে এএসআই হয়ে ভালুকা মডেল থানায় চাকরি করেন।

কিছুদিন চাকরির পর অন্যত্র বদলি হয়ে যান। পরবর্তীতে আবারো পদোন্নতি পেয়ে ছয় মাস আগে ভালুকা মডেল থানায় যোগদান করেন।

অপর এক সূত্র জানায়, হুমায়ুন আত্মহত্যার আগে তার স্ত্রীর সঙ্গে সবশেষ মোবাইলে কথা বলেছেন। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের।

ময়মনসিংহ রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বলেন, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সবশেষ ২৮ দিনের ছুটি শেষে গত মাসের ৭ তারিখে তিনি এই থানায় যোগদান করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর