জাহিদ দুলাল, লালমোহন 
দৈনিক যুগান্তর পত্রিকার ২ যুগপূর্তি ও দৈনিক মানবজমিনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমীন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ওসি তদন্ত এনায়েত হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মন্জু তালুকদারসহ লালমোহন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা সঞ্চালনা করেন যুগান্তর প্রতিনিধি জসিম জনি ও মানবজমিন প্রতিনিধি কামরুল হাসান পিন্টু।