ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশ ও জনগনের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। এ সরকারের সময় বিশ্বকে তাক লাগিয়ে বহুমাত্রিক উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে। আগামী দিনেও দেশ ও জনগনের কল্যাণে শেখ হাসিনার সরকারকে পুনরায় নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে।
শুক্রবার দিনব্যাপী বদরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২০২২/২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সংসদ সদস্যর অনুকূলে বরাদ্দ হতে নির্মিত রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, মনে রাখতে হবে দেশ ও নিজেদের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প নেই। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন হাওলাদার, বদরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুল্যাহ মেলকার, ইউপি সদস্য লিটন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।