ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ৮ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানা ও আদালতে মাদক, যৌতুক এবং মারামারিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট জারী হয়।
এরআগে, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে এই ৮ আসামীকে গ্রেফতার করে।
এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এদের বিরুদ্ধে থানা ও আদালতে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল। ওইসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। যার ভিত্তিতে তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।