ভোলার লালমোহনের দালাল বাজার টু চতলা বাজার রাস্তার পাকা করণ উদ্ধোধন করলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকালে রাঁয়চাদ জিসি- খাসের হাট জিসি ভায়া লর্ডহাডিঞ্জ ইউপি সড়ক “দালাল বাজার টু চতলা বাজার” পর্যন্ত রাস্তা পাকা করণ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জনগনের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহতে শেখ হাসিনার বিকল্প নেই। এ সরকারের সময় বিশ্বকে তাক লাগিয়ে বহুমাত্রিক উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে। আগামী দিনেও দেশ ও জনগনের কল্যাণে শেখ হাসিনার সরকারকে পুনরায় নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে।
এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।