যারা স্বাধীনতাবিরোধী রাজাকারদের দোসর ও পাকিস্তানের আদর্শে বিশ্বাসী,তাদের কথায় সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার বালুচর বাজারে কালমা ইউনিয়ন দক্ষিন এর ৬ ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরো বলেন,দেশের সকল মহৎ অর্জন সাধিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দক্ষ নেতৃত্ব। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কে ঘিরে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বহু চেষ্টা করেছে। খালেদা জিয়াও একই অপচেষ্টায় লিপ্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল। এসময় কালমা ইউনিয়ন আওয়ামী লীগ দক্ষিন শাখার সভাপতি বজলুর রহমান মৃধা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকতার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।