এম এ অন্তর হাওলাদার
জেলার বোরহানউদ্দিন ইসলামিক ফাউন্ডেশনে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস -২০২৩ উদযাপন আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত।
২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন বোরহানউদ্দিন অফিসে ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ইউসুফ চৌধুরী সহ সভাপতি শ্রমিক লীগ ভোলা জেলা। তিনি বলেন, পৃথিবীতে একটি ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে সেটা হল বাংলা। এই জন্যই বাংলা ভাষা আজ আন্তজার্তিক মাতৃভাষা। বাংলার জন্য আমরা জাতি হিসেবে গর্বিত। বাংলা ভাষাকে চর্চা করতে হবে। এই ভাষার প্রতি আন্তরিক হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ ও বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব এর সিনিয়র সহ- সভাপতি সাংবাদিক এম এ অন্তর হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন অফিসের মডেল কেয়ার টেকার মোঃ মোজাম্মেল হক, সাধারন কেয়ার টেকার আবদুছ ছালাম, জাবের হোসাইন, আবু জাফর মোঃ ইকবাল সহ সকল শিক্ষক – শিক্ষিকা বৃন্দ।