আমাদের ভাষা মাতৃভাষার অধিকার আদায়ের আন্দোলন সূচনা করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই উদ্যোগে ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং আমাদের ভাষার জন্য আন্দোলন শুরু হয় ১৯৪৮ সাল থেকে। ভাষা আন্দোলনের পথ ধরেই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন।
২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে প্রভাত ফেরী শেষে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন শেষে অলোচনা সভায় প্রধাান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব ফখরুল আলম হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহাবুবুর রহমান সহ সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতুবৃন্দ।