তজুমদ্দিন উপজেলায় শিশু পার্কের উদ্বোধন করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধূরী শাওন । ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের উদ্যেগে নির্মিত পার্কটির উদ্বোধন করেন । শিশুদের বিনোদনের জন্য ২০ শতাংশ জমির উপর নির্মিত পার্কটি জন্য সারাদিন উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ পার্কটিতে সিংহ, হাতি, হরিণ, ঘোড়া, ডাইনোসর, ডলফিনসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি রয়েছে। আরো আছে পানির ফোয়ারা, স্লাইডার, বাচ্চাদের দোলনাসহ দৃষ্টিনন্দন বিভিন্ন বিনোদন উপকরণ। নিজ উপজেলায় সরকারিভাবে এমন পার্ক পেয়ে উচ্ছ্বসিত এলাকার শিশুরা।