ভোলার লালমোহনে হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাবিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজী নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ নূরুল আমিন খান শাহাজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বন্ধব সরকার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের জন্য উপবৃত্তিসহ বিভিন্ন প্রোগ্রাম চালু করেছেন। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন সহ অবকাঠামোর উন্নয়ন করেছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, ওসি মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ।