ভোলার লালমোহন বদরপুর ইউনিয়নে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ে ২০২২/২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজ কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার বরিশাল রেঞ্জ ডিআইজি মো: আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়ে শিক্ষা বিস্তারে যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে সুশিক্ষিত জাতি গড়ার পথে বাংলাদেশে। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবাায়নে সফলতার দাবীদার। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন