ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন মিঝির বাজারে। মিঝির বাজার বন্ধু মহলের আয়োজনে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাচিয়া মিঝির বাজার সংলগ্ন মাঠে শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিনগত রাতে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচটি মুন্সী বাড়ি একাদশ ও কালির হাট বন্ধু মহল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হয় খেলা।
টসে জিতে মুন্সি বাড়ি একাদশ দলটি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য কালির হাট বন্ধু মহল একাদশকে ১৫০ রানের টার্গেট দেয় মুন্সি বাড়ি একাদশ। নির্ধারিত ১০ ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে কালির হাট একাদশ দুই রানে পরাজয় বরণ করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহীন রানার সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মহিবুর রহমান সুমন ও রাকিব হাওলাদার।
ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা। মিঝির বাজার বন্ধু মহলের আয়োজনে, কাচিয়া ইউনিয়ন (৫ নং ওয়ার্ডে) ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শামীমের সভাপতিত্বে এ সময় ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা আসনের প্রাণ পুরুষ আলহাজ্ব আজম মুকুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব কাজি, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিন ইসলাম রুবেল, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী হীরা, বোরহানউদ্দিন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, সরকারি আব্দুল জব্বার কলেজ ছাত্র লীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ উল্যাহ খান, মোঃ রায়হান মিঝি,সিহাব হাওলাদার, শাহীন রানা সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।