এম এ অন্তর হাওলাদার
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ডেকোরেটর লাইট মাইক ইভেন্ট মালিক সমিতির বার্ষিক সভা, সাংস্কৃতি ও আনন্দ ভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ০৫ ই মার্চ সন্ধ্যায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমিতির সভাপতি মোঃ মাকসুদ মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া বলেন, ভোলা জেলার একমাত্র বোরহানউদ্দিন উপজেলায় ডেকোরেটর সমিতি আছে। সমিতি তাদের প্রত্যক সদস্যর বিপদে আপদে সহযোগিতা করেন। আমরা জনপতিরা তাদের সুখে দুঃখে পাশে আছি থাকব ইনশাআল্লাহ । বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সর্দার, খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি সরোয়ার আলম শিমুল বাকলাই।
উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব এর সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, কুতবা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় ( ভারপ্রাপ্ত) মোঃ নোমান, সাংবাদিক এস এম সোহেল, সাংবাদিক মোঃ ফোরকান, শিক্ষক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলার ডেকোরেটর সমিতির আওতায় ৩০ টি ডেকোরেটর মালিক তাদের বাবুরচীদের মধ্যে ১০০ টি পোশাক বিতরন করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক তত্ববধান করেন ডেকোরেটর সমিতির সাধারন সম্পাদক মোঃ সেলিম হায়দার।