এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরো ও হাতপাখা প্রতীকের প্রার্থী মেজবা উদ্দিন খান দুলাল এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মীরা বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী জালাল মীর (৪৫), শাজাহান মিয়া (২৫), জিদান (২৩), রিয়াজ (৩৫), রুবেল (৩২), বশির (৩০) এবং হাতপাখা প্রার্থীর কর্মী ফেরদৌস হাওলাদার (৪৮), মুশফিক রহমান (২০), সবুজ (৪৩), বেল্লাল (২০) হিরো হাওলাদার (৪০)।
আহত জালাল মীর কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়। এ ঘটনায় মুশফিক ও বেল্লাল কে আটক করা হয়।
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরো বলেন, পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হাতপাখার প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে।
হাতপাখা প্রতীকে প্রার্থী মেজবা খান দুলাল বলেন, নৌকার প্রার্থী পটুয়াখালী থেকে ৩০টি মোটরসাইকেলে লোক এনে শুক্রবার সকালে আমাদের কর্মীদের উপর হামলা করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, অভিযোগ ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।