ভোলার তজুমদ্দিন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করে মৎস বিভাগের অভিযানকারী দল। এছাড়াও জব্দ করে ১টি বেহুন্দি, ৫টি মশরি জালসহ ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২টি নৌকা ।
শুক্রবার সকালে আটক জেলেদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগমের কার্যালয়ে হাজির করলে তিনি ২ জেলেকে ১০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং অপ্রাপ্ত ২জনকে তাদের অভিবাবকের মুচলেকা রেখে ছেড়ে দেন।
এর আগে শুক্রবার ভোরে জব্দকৃত ১টি বেহুন্দি, ৫টি মশরি ও ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল শশীগঞ্জ সুইচঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌকাগুলো মৎস অফিসের হেফাজতে রয়েছে।
তজুমদ্দিন উপজেলা ফিশারিজ কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতব্যাপি মেঘনায় বিভেন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলেদের আটক, অবৈধ জাল ও নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা পার্শ্ববর্তী উপজেলা বোরহানউদ্দিনের হাসান নগর ইউনিয়ের বাসিন্দা। নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা সচেষ্ট রয়েছি, জানান আল আমিন।’