‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকাÐ বিষয়ক মহড়া ও র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ এবং ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।