1. admin@dipkanthonews24.com : admin :
সংবাদ প্রকাশের পর চরফ্যাশনের মেঘনায় মৎস্য অভিযান - দ্বীপকন্ঠ নিউজ
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

সংবাদ প্রকাশের পর চরফ্যাশনের মেঘনায় মৎস্য অভিযান

শাহাবুদ্দিন হাওলাদার ,চরফ্যাশন 
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৬ বার পঠিত
Spread the love

শাহাবুদ্দিন হাওলাদার ,চরফ্যাশন 

সংবাদ প্রকাশের পর মেঘনা ও তেঁতুলিয়া অভয়াশ্রম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৬৪ টি বেহুন্দি জাল জব্দ করে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ। শনিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর সীমান্তবর্তী তালতলী খালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এর নেতৃত্বে কোস্ট গার্ড ও পুলিশের সহযোগিতায় এ-অভিযান পরিচালনা করা হয়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা অনুযায়ী ছোট ফাসের বেহুন্দি জাল, চরঘেরা জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আরো বলেন এসব বেহুন্দি, ও মশারী, জালে মাছের ডিম, ও ছোট মাছ আটকা পড়ে যায়। এতে করে প্রচুর পরিমাণ ক্ষতি করে মৎস্য সম্পদের। তাই এসব মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!