পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে শশীভূষণ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও রসুলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শশীভূষণ থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত ব্রিফিংয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, লালমোহন সার্কেল মো: জহিরুল ইসলাম হাওলাদার ।
এসময় নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন। এদিকে শশীভূষণ থানার অফিস কক্ষে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এসময় জঙ্গিবাদ, মাদক ,ইভটিজিং, শিশু নির্যাতন ,জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার, লালমোহন সার্কেল মো: জহিরুল ইসলাম হাওলাদার বলেন, যেকোনো অপরাধ নির্মূলে জনসাধারণের সহযোগিতা একান্ত প্রয়োজন । আপনারা সহযোগিতা করলে সকল অপরাধ নির্মূল করা সম্ভব।