ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লালমোহন উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলা কার্যালয়ের সামনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন ভোলা জেলা দক্ষিণ এর সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার। সম্মেলনে তিনি লালমোহন উপজেলা শাখার ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা রাশেদুল ইসলামকে সভাপতি ও মুফতি মাওলানা আলী আজগরকে সেক্রেটারী ঘোষণা করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন ভোলা জেলা উত্তর এর সভাপতি মাও. আতাউর রহমান মোমতাজি, সহসভাপতি মা. মিজানুর রহমান, ভোলা জেলা দক্ষিণ এর সহসভাপতি মাও. মোসলেউদ্দিন, সেক্রেটারী মাও. ইউসুফ।
ইসলামি আন্দোলন লালমোহন উপজেলা শাখার সভাপতি মাও. রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা ইমাম উদ্দীন শামীম খান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মাওঃ মো. জামাল উদ্দিন, মুফতি মুহাম্মদ মহাসিন, ইসলামি যুব আন্দোলন লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মুছা কালিমুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জুবায়ের আহমেদসহ আরো অনেকে। সম্মেলনে নতুন কমিটিকে সকলে অভিনন্দন জানিয়েছেন।