প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে লালমোহন পৌরসভা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডে নেছার উদ্দিন হাওলাদার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন । লালমোহন পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা জাহান বুলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা আওয়ামীলীগের সংগ্রামী আহবায়ক সফিকুল ইসলাম বাদল, মনজু তালুকদার, আ ন ম শাহজামাল দুলাল, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাজেদ পাটওয়ারী, সাধারন সম্পাদক আলমগীর মুন্সী । এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা আওয়ামী মহিলা লীগ সাধারন সম্পাদক পারভীন আক্তার, সাংগঠনিক সম্পাদক বানী মজুমদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।