1. admin@dipkanthonews24.com : admin :
বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন

বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪২ বার পঠিত

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় আহত মো. রাশেদুল ইসলাম হাওলাদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর সোমবার সকালে মৃত্যু হয়েছে। রাশেদুল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের  আনারশিয়া গ্রামের মোঃ আবুল বশার হাওলাদারের একমাত্র সন্তান এবং পটুয়াখালী সরকারি কলেজের দর্শন বিভাগের সম্মান শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, রোববার সকালে কলেজের উদ্দেশ্যে প্রতিবেশি বন্ধু মোঃ মাজহারুল তালুকদারকে (২২) নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে রওয়ানা হন রাশেদুল। বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ এলাকায় গিয়ে মোটরসাইকেল পরিবর্তন করে ফের আরেকটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বগা-আদাবাড়িয়া-লোহালিয়া সড়কের মিলঘর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনজনই সড়কের ওপর পড়ে গুরুত্বর আহত হন। ওই সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল রাশেদুলের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাশেদুলের মৃত্যু হয়।
রাশেদুলের মৃত্যুতে আনারশিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় রাশেদুলের বাবা-মা।
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার বলেন,‘সবার মৃত্যু হবে,এটাই নিয়ম। কিন্তু এমন অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। ওর বাবা-মাকে বোঝাবার মত ভাষা খুঁজে পাই না।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন